UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-মেয়েকে কুপিয়ে ‘শয়তান’ তাড়ানোর চেষ্টা গৃহবধূর!

usharalodesk
নভেম্বর ২০, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাতে হঠাৎ এক ব্যক্তির আর্তচিৎকারে গ্রামের মানুষ ছুটে আসল একটি বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল, স্বামীকে বটি দিয়ে কোপাচ্ছেন তার স্ত্রী আর মনে মনে বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলায়।

খবরে বলা হয়, ঘটনার খবর পেয়েই সেই বাড়িতে এসে পুলিশ দেখে, বটি দিয়ে মেয়েকে কোপাচ্ছেন মা তন্দ্রা। তিনি উন্মাদের মতো আচরণ করছেন। পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন স্বামী সুবিকাশ। বাড়ির তিন জনকেই একতলার ঘর থেকে নগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর জামাকাপড় সব খুলে রাখা ছিল ওপরে দোতলার ঘরে। আর সারা ঘরে মেঝেতে চাল ছড়ানো। এই সব তথ্য সংগ্রহের পর তদন্তকারীদের অনুমান যে, গোটা ঘটনায় কালা জাদুর প্রভাব থাকতে পারে।

বৃহস্পতিবার রাতের ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানান, তারা প্রায়ই সুবিকাশের বাড়ি থেকে প্রার্থনার শব্দ শুনতে পেতেন। আর শুধু তাই নয়, ঘটনার সময়ও তন্দ্রাকে চিৎকার করে তারা বলতে শুনেছেন, ‘শয়তান দূর হ’। স্বামী সুবিকাশের শরীরে ‘শয়তানের বাস’
আছে বলে মনে করতেন তন্দ্রা, এমনটাই জানান প্রতিবেশীরা।

সুবিকাশের চাচাতো ভাই লক্ষ্মীকান্ত ঘোষ জানান, ঘটনার পর থেকেই অনেক অসংলগ্ন কথা বলে যাচ্ছে তার ভাবী। তিনি উন্মাদের মত আচরণ করছেন। সুবিকাশ এবং তন্দ্রা বর্তমানে চুঁচুড়ার হাসপাতালে চিকিৎসাধীন। সুলগ্নাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা আপাতত তারা স্থিতিশীল বলে জানান।

(ঊষার আলো-এফএসপি)