UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : এমপি সালাম মুর্শিদী

koushikkln
জুলাই ২২, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শিদী বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল বিচক্ষণ সাহসিকতা অত্যন্ত সফলতার সাথে (কোভিড-১৯) মোকাবেলা কাজ করেছেন। তিনি সারা দেশের ন্যায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের এ্যাম্বুলেন্স (৫০ শয্যা) বেডে উন্নতিকরন, নতুন ডাক্তার ও নার্সদের নিয়োগ, আধুনিক অপারেশন থিয়েটার, রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন বিভাগ চালু, যন্ত্রপাতি সরবরাহ করেছেন। জনগণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত এর লক্ষে শেখ হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

এমপি সালাম মূর্শিদী বলেন, সরকারি নির্দেশনাক্রমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুষ্ঠু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক সহ নানামুখী পদক্ষেপে স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোয়ায় পৌঁছেছে। তেরখাদাবাসীর সুস্বাস্থ্য, উন্নত চিকিৎসা ও সেবার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার ইনশাল্লাহ সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করব।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় তেরখাদা আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসে গত বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর বারোটায় র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলি তিনি বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ স্বাগত বক্তব্য শেষে সঞ্চালনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ ইব্রাহিম,একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, তথ্য সেবা কর্মকর্তা মাহমুদা ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা তেরখাদায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।