ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর, বিসিবি’র পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম সহ প্রয়াত শ্রমিকনেতা শেখ শহিদুল হকের সহধর্মিণী বেগম রিজিয়া শহীদকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এম এ নাসিম, জেলা সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল ও জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল। শনিবার সম্মেলনের ২য় অধিবেশনে নাম ঘোষণার পরে এবং রবিবার (০৭ নভেম্বর) বিভিন্ন সময়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ড. সাইদুর রহমান, মো: কামাল শিকদার, মোঃ আবুল হোসেন, শেখ মাসুম বিল্লাহ, মোঃ জিলহাজ¦ হাওলাদার, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, ইসমাইল হোসেন ইমন, শফিকুর ইসলাম অভি, সাহিদুল শিকদার সিহাব, মোঃ আলমগীর মল্লীক, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, চৌধুরি তাপস রায়, আসিফ সবুজ, কাজী ইউসুফ আলী মন্টু, মোজাহার হোসেন, শাহজাহান শিকদার, রাজিব হোসেন, জাকির হোসেন খোকন, মারুফ হেসেইন, মিনাল কান্তি বাছার, বাধঁন হাওলাদার, মোঃ মুন্ন, মোঃ রায়হান শরিফ, পিয়াল হাসান, সঙ্কর কুন্ড, মোঃ সাইফুল হাওলাদার, রেজওয়ান রিজু, শেখ আঃ কুদ্দুস, মীর রবিউল আলম, মুন্সি শামিম. মোঃ রফিকুল ইসলাম, শেখ ইমরান প্রমুখ্য ।