ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ মোঃ আবু হানিফ সভাপতি ও মোঃ আজিজুর রহমান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি খুলনা মহানগরীর নব নির্বাচিত সভাপতি এম. এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল নির্বাচিত হওয়ায় তাদেরকে ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় সালাম মূর্শেদী এমপি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ আরো বেশি সংগঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসাবে সব চেয়ে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।