ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেকা কাটা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টায় নগরীর শামীম স্কয়ার দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সন্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হfরুনুর রশীদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুদার আব্দুল খালেক।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, মো: শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, শেখ মো: রাশেদুল ইসলাম রাসেল, অসিত বরণ বিশ্বাস, মো: জামিল খান। এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ইমরান হোসেন, মো: রুহুল আমিন, মো: হুমায়ুন কবির, রাজীব দাস, মো: মিজানুর রহমান মিজান প্রমুখ।