UsharAlo logo
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বৈরাচারী শাসক সকল প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে :  বকুল

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল বলেছেন. ‘আওয়ামী লীগ সরকার সবগুলি মিল বন্ধ করে দিয়েছে, শুধু মিল নয় ম্যাশিনপত্র ও সব যন্ত্রপাতী রাতের আধারে বিক্রি করেছে, মিলের ভিতরে এখন শুধু মাটি আছে। দেশ ও বন্ধ মিল কারখান চালু করতে হলে আগে আধুনিক ম্যাশিনারিজের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে । কোনশিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত লেখাপড়া হয়না।’

তিনি বলেন , ‘বিএনপি ক্ষমতায় এলে স্কুলে পড়াশোনার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা হবে। স্কুলে ঠিকমত লেখাপড়া হলে শিক্ষার্থীদের আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবেনা। বিএনপির সরকার মেয়েদের অবৈতেনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলো। প্রতিটি স্কুলে ফুটবল, ক্রিকেট সহ সকল প্রকার খেলাধুলার আয়োজন করতে হবে। রাষ্ট্রের প্রতিটা সেক্টরে ১৫ বছর ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোষররা লুটপাট করেছে। টিসিবির কার্ড বিতরনে অনিয়ম করা হয়েছে আওয়ামী লীগের একই পরিবারের একাধিক সদস্যকে কার্ড দেওয়া হয়েছে , শুধু তাই নয় গরিব মানুষের ভিজিডি কার্ড বিতরনে আওয়ামী লীগের লোকজন টাকা নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ভিজিডি কার্ড শুধু বিএনপি পরিবার নয় প্রকৃত গরীব ও অসহায় মানুষদেরকে খুজে বের করে দেওয়া হবে।’ তিনি আরো বলেন, আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও সবাই পালিয়ে যায়নি তারা বিগত দিনে যে লুটপাট করেছে সে টাকা দিয়ে এলাকায় থেকে স্থানিয়ভাবে আমাদের ভিতরে বিভেদ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে। ।”এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।

আজ (৩ ফেব্রুয়ারী) বিকেলে যোগিপোল ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা । যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সওকত হোসেন হিটলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন । যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মোঃ মামুন শেখ। এসময় যোগিপোল ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগি সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।