UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্যার পি সি রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছার রাড়ুলীতে বৃক্ষরোপন ও বিতরণ

koushikkln
জুলাই ২৯, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 ঊষার আলো ডেস্ক : বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দখিনা (জন ও সমাজ-কল্যাণমুলক সংগঠন) খুলনা’র উদ্যোগে এবং স্যার পি সি রায় স্মৃতি সংসদ খুলনার আয়োজনে “গোপালগঞ্জ জেলায় বিএআরআই-এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের” অর্থায়নে পাইকগাছার রাড়ুলীতে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে রাড়ুলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্যার পিসি রায় স্মৃতি সংসদের আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন, দখিনা’র সভাপতি  ওয়াহিদুজ্জামান খান পল্টু।
স্যার পি সি রায় স্মৃতি সংসদের সভাপতি ডা: মুহাম্মদ কওসার আলী গাজী’র সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার সঞ্চালনায় স্যার পি সি রায় এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আযম খান কমার্স কলেজের-উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, দখিনা’র সহ সভাপতি ও সগবি, বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ, খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, দখিনার প্রাক্তন সভাপতি ও সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. হেমন্ত সরকার, দখিনার দাতা সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তার, দখিনার সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খোকন, স্যার পিসি রায় স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দখিনার দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম মনি, শেখ মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রকি, দখিনার আজীবন সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, প্রভাষক পলাশ কুমার দাশ, প্রধান শিক্ষক সজীব কুমার মন্ডল, সহকারী শিক্ষক অনুপ কুমার দাশ ও তাপস কুমার দে, ডাঃ সাবেতুল ইসলাম, অসীম কুসার দাশ, ইউপি সদস্য সোনিয়া দাশ সুমিত্রা, মোছাঃ জাহানারা পারভীন, মোঃ আঃ হামিদ, মোফিজুল ইসলাম, পীযূষ কান্তি দাশ, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন ও মোঃ সোহেল উদ্দীন, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময়ে বক্তারা পাইকগাছা কৃষি কলেজ কে পিসিরায় এর নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসতবাড়ি সংরক্ষণ, পর্যটন কেন্দ্র, মিউজিয়াম,  পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত এবং আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন, ভূবনমোহিনী বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান।
আলোচনা সভা শেষে স্যার পিসি রায়ের বসতবাড়ি চত্ত্বর, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন, ভূবনমোহিনী বালিকা বিদ্যালয়, কো-অপারেটিভ ব্যাংক চত্ত্বর, ইউনিয়ন পরিষদ ভবন এলাকা, মসজিদ-মন্দিরের আঙ্গিনা, আলহেরা মাদ্রাসা চ্ত্ত্বরে, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বর ও শালিখা কলেজ চত্ত্বরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন এবং বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানে ৭৬১ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।