UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্লোগান দিতে হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিন: কাদের

pial
ডিসেম্বর ৫, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বহুল প্রত্যাশিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন সাড়ে ১১ টায় ও ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভা মঞ্চে উঠেন। এরপর দুপুর ১২টার দিকে ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন, এ সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ওবায়দুল কাদের কে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তৃতায় তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, স্লোগান যদি দিতেই হয়, তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।
তিনি বলেন, অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি, আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে দেশ।
সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ সময় স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)