UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সৎসঙ্গ বিহার-খুলনার পুজারী নিরাময় কাঞ্জিলালের প্রয়াণ

koushikkln
জুন ২০, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেওঘর কর্তৃক আশির্বাদ প্রাপ্ত সৎসঙ্গ বিহার-খুলনার দায়িত্বরত পুজারী নিরাময় কাঞ্জিলাল (সহ-প্রতিঋত্বিক) রবিবার (২০ জুন) সকাল ৭:১৫টায় কিডনিজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইহধাম ত্যাগ করেছেন (ওঁ তস্য আত্মনস্য সদ্গতি ভব, দিব্যান লোকান সঃ গচ্ছ তু ॥)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২:৩০টায় গল্লামারী শ্মশানে তাঁর শেষকৃত্য সমাপণ হয়। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সৎসঙ্গ বিহার-খুলনার সভাপতি সুধীর কুমার রায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পরিমল চন্ত্র ম-ল, সহ-সভাপতি এড. কালীপদ ম-ল, দুলাল চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক অজয় সরকার, যুগ্ম সম্পাদক কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এড. হেমন্ত সরকার, পুষ্পরানী বিশ্বাস, ডাঃ কবিতা ম-ল, সৃষ্টিধর মিত্র, অধ্যাপক বিকাশ রায়, অচিন্ত্য বাহাদুর, জয় চন্দ্র রায়, স্বপ্না হালদার, দেবপ্রসাদ ম-ল প্রমুখ।
অপরদিকে সৎসঙ্গ বিহার-খুলনার কার্যকরী কমিটি আজ ২০ জুন থেকে আগামী ২২ জুন পর্যন্ত প্রয়াত পুজারী নিরাময় কাঞ্জিলালের আত্মার শান্তি, স্বস্তি ও সদগতি কামনায় মন্দির প্রাঙ্গণে বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করেছে।