UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি অনুপ হালদারের মৃত্যু

koushikkln
জুন ২৩, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি, মাতৃ সম্মেলন কমিটির নির্বাহী সদস্য স্বপ্না হালদারের স্বামী ও পিডিবি’র সাবেক প্রকৌশলী অনুপ কুমার হালদার (৭১) গত ২২ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ওঁ তস্য আত্মনস্য সদ্গতি ভব, দিব্যান লোকান সঃ গচ্ছ তু )। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, জামাতা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৩ জুন সকাল সাড়ে ১০টায় গল্লামারী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সৎসঙ্গ বিহার-খুলনার সভাপতি সুধীর কুমার রায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পরিমল চন্ত্র ম-ল, সহ-সভাপতি এড. কালীপদ ম-ল, দুলাল চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক অজয় সরকার, যুগ্ম সম্পাদক কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এড. হেমন্ত সরকার, পুষ্পরানী বিশ্বাস, ডাঃ কবিতা ম-ল, সৃষ্টিধর মিত্র, অধ্যাপক বিকাশ রায়, অধ্যাপক সিদ্ধার্থ রায়, অচিন্ত্য বাহাদুর, ডাঃ দীনবন্ধু ম-ল, রান্তু রানী ম-ল, জয় চন্দ্র রায়, বিপুল মল্লিক, আশিষ মল্লিক, ননীগোপাল বিশ্বাস, দেবপ্রসাদ ম-ল প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন গল্লামারী শ্মশান কমিটির পক্ষেÑগণেশ চন্দ্র ম-ল, অশ্বিনী ম-ল, নেপাল রায়, পার্থ বিশ্বাস, সম্মান বৈরাগী, কৃষ্ণপদ রায়, নিখিল বিশ্বাস, স্বপন বৈরাগী, সুনীল রায়, অশোক তরফদার, সুশান্ত রায় প্রমুখ।