UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরতাল সফলে নগরীতে জেলা বিএনপির বিক্ষোভ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপি’র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হয়েছে।

 

হরতাল সফলে নগরীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ডামি নির্বাচনে কে কোন আসন থেকে এমপি হবেন সেটা নির্ধারণ করেছেন শেখ হাসিনা।

নিরব দুর্ভিক্ষের মধ্যে এজন্য জনগণের কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনও মানে হয় না। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসিষ্ট সরকারের পতনের কোনো বিকল্প নেই।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে নেতাকর্মীসহ দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহবান জানান বক্তারা।

শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, ডুমুরিয়ায় উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মোঃ কবির হোসেন, বিএনপি নেতা ওহিদুজ্জামান রানা,

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, মোঃ আবু সাইদ, মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, মশিউর রহমান, হাবিবুর রহমান বেলাল, বাদশা গাজী,

মাহমুদুল হাসান লোটাস, মুনতাসির বিল্লাহ, মশিউর রহমান শফিক, ইমরান খান, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, জাফর হাসান, শফিকুল ইসলাম শফিক, হিরন চৌধুরী, ইসরাইল বাবু, ইয়াসিন আরাফাত, নাহিদ, মেহেদী, রাজু ও রাজ্জাক প্রমুখ।।