UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতাল সমর্থনে খুলনা জেলা বিএনপি’র মশাল মিছিল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

১৫ বছরে সকল অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে
৪৮ঘন্টা হরতাল সফল ও ভোট বর্জন করুন
মিছিল শেষে পথসভায় বক্তারা

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং ভাগাভাগির নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামীকাল ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হবে। ভোটবর্জনের হরতাল সমর্থনে  শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গত ১৫ বছরে লুটেরা আ’লীগের সকল অনিয়ম-দুর্নীতি, জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে আগামী ৪৮ঘন্টা বিএনপি’র সর্বাত্মক হরতাল সফলে ও ভোট বর্জনের উদাত্ত আহবান জানিয়েছে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো এ নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোটবর্জনে উৎসাহিত করুন।

মশাল মিছিলে এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমিন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুল হাসান লোটাস, শফিকুল ইসলাম বাচ্চু, মোঃ শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, বাহাদুর মুন্সি, গাজী শহীদুল ইসলাম, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, আনিসুর রহমান, ফিরোজ মাহমুদ, হেলাল উদ্দিন, মাহফুজ আহমেদ, জাহিদুল ইসলাম, ইমরান খান, মাসুম আহমেদ, জাফর হাসান, শাহিন মোল্লা, ইসরাইল বাবু, ইসমাইল হোসেন, নাইম শেখ ও শফিকুল ইসলাম প্রমূখ।