খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন এলাকায় সন্ত্রাধীরে ধারালো চাপাতির কোপে সজিব (৩০) নামে এক যুবক গুরুত্বর জখম হয়েছে৷ আজ (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে হিরনটানা থানাথীন চেয়ারম্যান ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
খুমেক হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উক্ত এলাকায় কয়েক জন যুবক সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। সে হিরনটানা এলাকার বাসিন্দা জালাল শিকদারের পুত্র।
এর আগে একই দিন আরও একজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।