UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরিণের মাংস সহ ২ বিক্রেতা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম আলী খাঁ’র ছেলে এনামুল খাঁ (৩০) ও একই এলাকার শহীদ গাজীর ছেলে রোকন গাজী (২৪) সোলাদানা বাজারে হরিণের মাংস বিক্রি করছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ কেজি হরিণের মাংস সহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় এসআই শ্যামা প্রসাদ বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন ও বন আইনে থানায় মামলা করেছে। যার নং- ১১, তাং- ২৬/১২/২০২৩ ইং। আটক দু’জনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন।