UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হস্তশিল্প প্রদর্শনী ‘আলোর হেমন্ত মেলা’ কর্মসূচি পালন উপলক্ষে আলোচনা সভা

pial
নভেম্বর ১৪, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইডঈঈও) এবং সিটি ব্যাংক, খুলনা’র যৌথ উদ্যোগে আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর বিজয়গাঁথা কমিউনিটি সেন্টার, কেডিএ এপ্যোচ রোড, সোনাডাঙ্গা, খুলনা নারী উদ্যোক্তাদের হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় উপলক্ষে ‘আলোর হেমন্ত মেলা’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মেলায় সুলভ মূল্যে হস্তশিল্পের বিভিন্ন ধরনের পোষাক, হাতের তৈরী খাবার, ঘর সাজানোর রকমারী প্রশাধনীসহ নানাবিধ দ্রব্যাদি পাওয়া যাবে।

মেলাটি সফল করার লক্ষ্যে আজ ১৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় সিটি ব্যাংক বাজার শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংকের রিজিওনাল হেড মোঃ বজলুর করিম (মনি)’র সভাপতিত্বে এবং ইডঈঈও খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি ব্যাংক, খুলনা’র শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, রিজিওনাল হেড-এসএমইএস চন্দন কুমার রায়, টেরিটরি ম্যানেজার-এসএমইএস মোঃ ফারক হোসেন প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)