UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন তাজ

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

এবার শেখ হাসিনার বক্তব্যকে ভণ্ডামি বলে উল্লেখ করলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

আজ রোববার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

মূলত জেল হত্যা দিবস উপলক্ষে আজ পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিবৃতির প্রেক্ষিতে এ কথা বললেন সোহেল তাজ।

ওই পোস্টে তিনি বলেন, ‘এত বছর পর মুখ ফুটলো-আশ্চর্য হলাম-ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না।’

সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।

এমনকি রোববার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে। একক কারো নেতৃত্বে হয়নি।

অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি।’