UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

pial
অক্টোবর ৮, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ শনিবার ( ৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন।

বায়জিদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ ছিল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ দুপুর ১২ টার পর আবারো ভারত সাথে সব প্রকর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এছাড়া বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও স্বাভাবিক হয়েছে।
তিনি আরো বলেন, ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। ট্রাকগুলো আনলোড করে দেশি ট্রাক লোড করে নানান স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

(ঊষার আলো-এফএসপি)