ঊষার আলো ডেস্ক : খুলনায় খানজাহান আলী থানাধীন ‘হুগলী বিস্কুট কোম্পানি লি:’র মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬। সোমবার (১০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কানাই লাল সরকার এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, হুগলী বিস্কুট কোম্পানি বন্ধ থাকায় তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে কারখানার মালিক আর্থিকসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। তবে তিনি(মালিক) যত দ্রæত সম্ভব শ্রমিকের সকল বকেয়া পরিশোধ করার প্রতিশ্রæতি দেন।
পুলিশ সুপার কানাই লাল সরকার মালিক-শ্রমিকের সকল সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন। তিনি উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে সকল সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় আইপি-৬ খুলনা সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় হুগলি বিস্কুটের মালিক মোছাঃ সাফরুন্নেসা, শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।