ঊষার আলো ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক খুলনা চেম্বার অফ কমার্স এর পরিচালক আজিজুল হাসান দুলু’র সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) বাদ আসর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়ও
বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, ফারুক হোসেন হিলটন, মিজানুর রহমান মিলটন, কে এম মাহবুব হোসেন, আতাউর রহমান রুনু, ইউসূফ মোল্লা, মুন্তাসির আল মামুন, জাকির ইকবাল বাপ্পি, জাহাঙ্গীর হোসেন, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম
মল্লিক, ইকতিয়ার উদ্দিন বাবলু, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, এম এম শফি, মিজান সরদার, কামরুজ্জামান রনি, সাইদুল ইসলাম, জাহিদ, জাহিদুল ইসলাম, মেহেদি হাসান ইবু,আকরাম হোসেন,
নোমান, শাহিন, রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, শনিবার শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করলে তাৎক্ষনিক তাকে রিং পড়ানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার রিং পড়ানো সফল হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিবারের পক্ষ থেকে আজিজুল হাসান দুলুর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।