UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ বছরের নিঁখোজ ভ্যান গঘের চিত্রকর্মের প্রদর্শনী

usharalodesk
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নেদারল্যান্ডসে ১০০ বছরের বেশি সময় ধরে এক ডাচ পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের চিত্রকর্ম ‘ওর্ন আউট’। দীর্ঘদিনের নিঁখোজ এই চিত্রকর্মটি অবশেষে দর্শনার্থীদের সামনে নিয়ে আসছে আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়াম।

‘ওর্ন আউট’ নামের এই চিত্রকর্ম ঠিক ভ্যান গঘের কিনা, তা নিশ্চিত হতেও গবেষণা হয়েছে। ভ্যান গঘ মিউজিয়াম চলতি সপ্তাহে বলেছে এটি ১৮৮২ সালে আঁকা।

চিত্রকর্মটিতে দেখা যায়, একজন ক্লান্ত বিধ্বস্ত মানুষ কাঠের চেয়ারে বসে রয়েছেন। ওয়েস্ট কোট পরা সেই ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে। এই ভদ্রলোক হেগের ‘Dutch Reformed Almshouse for Men and Women’ নামে এক চ্যারিটি হোমে থাকতেন। চিত্রকর্মটিতে স্বাক্ষরে তিনি লিখেছেন, ‘ভিনসেন্ট’।

(ঊষার আলো-এফএসপি)