UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ ডিসেম্বর খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরীর ২নং কাস্টম ঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৬’শ ১২ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭ হাজার ৮’শ ৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডের ৪টি জোনে ৭’শ ১০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্বাবধানে ১ হাজার ৪’শ ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।