UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের উদ্বোধন আজ

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের উদ্বোধন হবে আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়।

আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোয়াটার ফাইনালের উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন।

প্রথম কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে দিশারী যুব পর্ষদ, শিরোমনি ও এজাজ ফুটবল একাডেমি।

কোয়াটার ফাইনালের অন্য ৬টি দল হচ্ছে শেখ কামাল ফুটবল একাডেমি, এসবিআলী ফুটবল একাডেমি, সান স্পোটিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, বাগেরহাট, তুহিন স্পোটিং ক্লাব ও আজিবর স্মৃতি সংসদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এসবিআলী ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী।