UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তা সামায়িক বহিষ্কার

koushikkln
জুন ২৯, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম মুক্তা সরদার সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে চুড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদক সেবন ও বিক্রয়কারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে স্থান হবে না। যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সৎ ও চরিত্রবান হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে।