UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২২ অক্টোবর খুলনায় বিএনপির স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ

koushikkln
অক্টোবর ১৭, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান নিশিরাতের সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বুঝতে পেরে তারা বিএনপির শান্তিপুর্ন সমাবেশে বাধা দিচ্ছে। চট্টগ্রাম ও ময়মনসিংহের সমাবেশ স্থলের আশপাশের জেলার গনপরিবহন বন্ধ করেও জনস্রোত ঠেকাতে পারেনি। খুলনায়ও জনস্রোত ঠেকাতে পারবে না। ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ হবে স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ। খুলনার সমাবেশ মানুষের স্মৃতিতে থাকবে। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে এ সমাবেশ মাইলফলক হিসেবে থাকবে। সরকারের বাধা বিপত্তি উপেক্ষা কওে বিএনপির শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (১৭ অক্টোবর) বিভাগীয় গণসমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় পৌছেছে, সে অবস্থা থেকে
মানুষ মুক্তি পেতে চাইছে। সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করছে। আগামী ২২ অক্টোবরে খুলনার সোনালী ব্যাংক চত্ত্বরের সমাবেশ খুলনাবাসির প্রত্যাশা-আশা পূরণ করবে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে জনগণ তাদের সঙ্গে নেই। সরকার জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির সমাবেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার একটা প্রবণতা আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। হাজারো বাধা-বিপত্তি উপেক্ষা করে শনিবারের গনসমাবেশকে সফল করবে খুলনাবাসী।

১৪ নং ওয়ার্ড বিএনপি: আগামী ২২ অক্টোবর “খুলনা বিভাগীয় গণ-সমাবেশ” সফল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ড বিএনপির এক প্রস্তুতি সভা সন্ধ্যা ৭টায় বৈকালীস্থ দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপির আহবায়ক জহর মীরের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা বক্তা ছিলেন
মহানগর বিএনপির সংগঠনিক টীম প্রধান প্রধান একরামুল হক হেলাল। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান,  আব্দুর রহমান ডিনো, ডাঃ আলতাফ হোসেন, একরাম হোসেন, আব্দুল খালেক, হায়দার আলী তরফদার, মোঃ আক্কাস আলী, সাকের উল্লাহ তুহিন, মাহমুদ হাসান শান্ত, আলমগীর তালুকদার, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান, সত্যানন্দ দত্ত, আলাউদ্দিন তালুকদার, আমিনুল ইসলাম বাবু, শেখ সোহেল, আইনুল আবেদীন মারুফ, খন্দকার আলমগীর, সালমান মেহেদী, মিসেস মনি, কাজলী বেগম প্রমূখ। প্রস্তুতি সভা শেষে বৈকালী মার্কেটসহ সকল বিপনী বিতান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

।। বিভিন্ন ওয়ার্ড বিএনপির
প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ ।।

২৯ নং ওয়ার্ড বিএনপি: আগামী ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ২৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সন্ধ্যা সাড়ে ৬টায় শফিকুল ইসলাম জলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক রেহানা আক্তার, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আব্দুর রাজ্জাক,  হাসানুল হক নিক, কে এম মাহবুবুল আলম , তরিকুল ইসলাম সোহান, শাহ আসিফ হোসেন রিংকু, রোকেয়া ফারুক, শফিকুল আলম বিপ্লব, মোস্তফা আলম, নুরুজ্জামান টুটুল, আজাদ হোসেন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন,  বেল্লাল হোসেন, জেসমিন আক্তার, মোস্তফা পারভেজ, দেলোয়ার হোসেন, সোহাগ মোল্লা, আশরাফুল আলম বাবুল, শিখা, জামিলা, কবির কামরুল বয়াতি, আন্জুমান হাসান, হাজেরা বেগম , জেবুন্নেসা প্রমূখ।

ছাত্রদল: ২২ শেখ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা দুপুরে বিএনপি কার্যালয়ে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম খান, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতুল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, ওহিদুজ্জামান খান,রাশিকুল আনাম রাশু, পারভেজ হোসেন মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, এস এম ইউসুফ, মিজানুর রহমান মৃদুল, আঃ আহাদ শাহীন,ইলিয়াস সরদার। এসময় উপস্থিত ছিলেন সাকিল আহমেদ, আল আমিন লিটন, ফারুক হোসেন, নাজিম উদ্দিন শামীম, ইজবুর রহমান ইমুল, অমিত মল্লিক, আঃ সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, রবিউল ইসলাম, হাবিবুর রহমান বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ শোভন, দোলা, আরিফ মোল্লা তুর্য, ইসমাইল হোসেন, মোঃ মিরাজ হোসেন মানিক,হানিফ আকাশ প্রমুখ।

মহানগর মহিলা দল: গণসমাবেশ সফল করতে মহানগর মহিলা দল বিকালে নগরীর নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, এ্যাড. হালিমা আক্তার খানম, নাসরিন হক শ্রাবনী, নিঘাত সীমা, রোকেয়া ফারুক, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু ,পাপিয়া রহমান পারুল,মরিয়ম খাতুন মুন্নি, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সামসুন্নাহার লিপি, ইভা জামান, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, পারভীন বেগম, কাজলী আক্তার, লায়লা আঞ্জুমান আরা , রোজা খানম পুতুল, জেসমিন আরা, সোনিয়া খান, মিসেস মনি, মিসেস শাহানা, শাহানা, রূবিনা , কল্পনা প্রমূখ।

৯নং ওয়ার্ড বিএনপি: বিকাল ৫টায় ৯নং ওয়ার্ড বি এন পির প্রস্তুতি সভা
এ্যাড. মাসুদুর রহমান রনি ’র সভাপতিত্বে গোয়ালখালী স্কুলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বি এন পির যুগ্ন আহবায়ক কাজী
মাহামুদ আলি, স,ম,আব্দুর রহমান, সেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি। এসময় উপসি।থ ছিলেন সেখ শামীম, সেখ নাজমুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সেখ মোঃ দাবি, গোলাম মোস্তফা ভূট্টো, সেখ মোঃ আলি হোসেন, মোঃ ইসতিয়াক উদ্দিন বাবুল, সেখ মাহামুদ হোসেন মানু, মোঃ আব্দুল আলিম, মোঃ হানিফ, মোঃ সুমন হাওলাদার, হুসাইন খন্দকার, আসাদ মোড়ল, সেখ মসি হোসেন মসি, মোঃ ইনসান, মোঃ ইউসুফ সরদার, আঃ কাদের, আসলাম সরদার, খবির হোসেন, মোতালেব হোসেন, সরোয়ার কাজি, আমজেদ হেসেন ও সেখ মোঃ তানিম প্রমুখ।

আটরা গিলাতলা ইউনিয়ন: ২২ তারিখ খুলনা বিভাগীয় মহাসমাবেশ সকলের লক্ষে খানজাহান আলী থানা শাখার ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আটরা স্কুলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য গাজী মনতাজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মোড়ল আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শেখ সেলিম আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন খোকা, জাকারিয়া মাহমুদ পিটু ,ইসমাইল হোসেন বাবু, শেখ বিলাল হোসেন , মোঃমাসুম বিল্লাহ, রেজাউল ইসলাম , মোঃ মোসলেম গাজী মনিরুল ইসলাম , মাসুম, ইমরান হোসেন, জুয়েল হোসেন, শেখ রাসেল হোসেন বাচ্চু, মোঃ আনোয়ার হোসেন মোঃ নাসির উদ্দিন, মোঃ হাফিজুর রহমান ,জাহাঙ্গীর হোসেন খোকা , মুন্সি মারুফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, মোঃ সাহেব আলী ইউনুস, আলম, রবিউল হাসান সবুজ ,হোসেন, মিন্টু, মোঃ শরীফ, মোহাম্মদ শাহিন, শাহরিয়ার, রবি ,খান মুক্তার হোসেন, মঈন খান, মাহবুব মোল্লা, রাকিবুল ইসলাম,শহিদুল ইসলাম, বাহাউদ্দিন, ইমরান, মাসুদ, শেখ রাব্বি, জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।

২৩ নং ওয়ার্ড বিএনপি:  সোমবার সন্ধ্যায় প্রস্তুতি সভা কাজী কামরুল ইসলাম
বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য
সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শের আলম সান্টু, হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, ইশতিয়াক আহমেদ ইসতি, আব্দুল আজিজ সুমন, জাহাঙ্গীর হোসেন, আজিজুল গাবলু, এস এম শফিকুল আলম, আক্তার হোসেন খসরু, আবু জাফর, ইসমত আরা কাকন,  জাহিদুল ইসলাম বাবু,  হারুন অর রশিদ মাসুম, শফিকুল ইসলাম শাহিন, মুজাহিদুল ইসলাম টনি, আসাদুজ্জামান মুন্না, নাসিম আহমেদ ইমন, নাজিম উদ্দিন প্রমুখ।

১৮ নং ওয়ার্ড: ১৮ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোমবার রাতে হাফিজুর
রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য
সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শের আলম সান্টু, আলী আক্কাস, মজিবুর রহমান, মুসা শেখ খান, আকরাম হোসেন মোল্লা, শেখ আব্দুল আলিম, শফিকুল ইসলাম নিপুন, ওয়াহিদুর রহমান, ইব্রাহিম হাওলাদার,  আব্দুল আলিম খান, রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান হারুন, ফজলুর রহমান, জাকির মুন্সি, আলী আহমেদ, আলিম খান, দুলু হোসেন, জামিল হোসেন, আতিকুর রহমান প্রমুখ।

এছাড়া সোমবার ৩১ নং ওয়ার্ডে প্রস্তুতি সভা, ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। রাত ৯টায় ২৪নং ওয়ার্ডে মিছিল সহকারে সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি
নেতৃবৃন্দ।