UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে শ্বেতপত্র প্রকাশের দাবি

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা। এসময় বিভিন্ন অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমিটি ভাঙার দাবিও জানান তারা।

বুধবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, বিজিএমইএ কমিটি ভেঙে দিতে হবে, এফবিসিসিআই কমিটি ভাঙতে হবে। অন্তর্বর্তীকালীন সৎ নিষ্ঠাবান কাউকে দায়িত্ব দিতে হবে।পরে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

একইসাথে এস আলমসহ যাদের ঋণ মৌকুফ করা হয়েছে, কেন কী কারণে, সেটার সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা আহ্বান জানিয়েছেন তারা।