UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে থানায় থানায় প্রস্তুতি সভা

koushikkln
অক্টোবর ২১, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম- দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধকৃত মিল কলকারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন এবং জাতীয় মহাসমাবেশে পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে- আগামী ২৮ অক্টোবর শুক্রবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বাদ জুম্মা শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন ৬টি থানায় আজ শুক্রবার (২১ অক্টোবর) বিভিন্ন সময়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা: গতকাল শুক্রবার সদর থানার এক প্রস্তুতি সভা আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মান্নান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মুফতি আমিরুল ইসলাম, গাজী ফেরদৌস সুমন, আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, ইলিয়াস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেজবাহ।
সোনাডাঙ্গা থানা: থানা সভাপতি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব মারুফ শেখ, মোল্লা রবিউল ইসলাম তুষার, নুরুজ্জামান বাবুল, হাফেজ আব্দুর রাকিব, কবির হোসেন, মেহেদী হাসান সৈকত, হুমায়ুন কবির, মাওলানা সোহরাব হোসেন, আব্দুল মান্নান সরদার, ডাক্তার আয়নাল হোসেন, ইব্রাহিম খলিল, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, শাকিল খলিফা, সাব্বির রহমান।
লবণচরা থানা: থানা সভাপতি আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খূল ইসলাম বিন হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিউল ইসলাম, গাজী মুরাদ হোসেন, সেলিম হোসেন বাবুল, আব্দুস সালাম, আবুল হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মমিনুল ইসলাম নাসিব।
খালিশপুর থানা: থানা সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। সভায় আরো উপস্থিত ছিলেন জামাল মুন্সি, মাওলানা হাফিজুর রহমান, শোয়াইবুর রহমান, আব্দুল আজিজ, শওকত হোসেন, মুফতি বশির আহমেদ, মাওলানা মোহাম্মদ উল্লাহ, গাজী মিজানুর রহমান, আব্দুর রউফ, জিএম কিবরিয়া, আওলাদ হোসেন, আব্দুস সালাম, ইদ্রিস আলী, আব্দুল আল মামুন, আব্দুস সবুর, মাওলানা মশিউর রহমান, আল আমিন সোহাগ, কালাম হাওলাদার, বনি আমিন, নোমান শেখ।
দৌলতপুর থানা: থানা সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ এর সভাপতিতে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব খায়রুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মোড়ল, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, আমজাদ হোসাইন, আলফাত হোসেন লিটন, মাওলানা ওয়াহিদুজ্জামান, নাজমুল সিকদার, মাসুদুর রহমান, কাউসার শেখ, মেহেদী হাসান, শাহ জামাল, কারী মোহাম্মদ আলী, মুরাদ হোসেন মোড়ল, শোয়াইব আলম।
খানজাহান আলী থানা: থানা সভাপতি  মাস্টার মইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, আজাদ মোল্লা, নাঈম হাওলাদার, মানজারুল হুদা চৌধুরী, মাওলানা রাশিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভা গুলোতে আগামী ২৮ অক্টোবরের সমাবেশ সফল করার লক্ষ্যে থানায় ও ওয়ার্ডে লিফলেট বিতরণ, প্রচার মিছিল সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।
ঊআ-বিএস