UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২ দশমিক শূন্য ৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

ঊষার আলো
জুন ১, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। মে মাসে ২০৭ কোটি ৬০ লাখ ডলার কিংবা ২ দশমিক শূন্য ৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৮৫৩ কোটি ৬ লাখ টাকা দাড়ায়।

আজ মঙ্গলবার (০১ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় ২২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। গত বছর জুলাই হতে মে মাসে রেমিট্যান্স আছে ১৬ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে ২০১৯ সালের জুলাই মাস থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরকার। তার মানে কোনও প্রবাসী ১ লাখ টাকা দেশে পাঠালে এর সাথে আরও ২ হাজার টাকা যোগ করে মোট ১ লাখ ২ হাজার টাকা পাবেন তারা। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো প্রণোদনার সাথে বাড়তি আরও ১ শতাংশ অর্থ অফার দিচ্ছে। যাতে করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা।

(ঊষার আলো-এফএসপি)