UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৫ বছর পর সগিরা মোর্শেদ হত্যার রায়, যা বললেন তার মেয়ে

usharalodesk
মার্চ ১৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ৩৫ বছর পর সগিরা মোর্শেদ হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ রায়ে অসন্তোষ জানিয়েছে সগিরা মোর্শেদের পরিবার। দীর্ঘ দিন ধরে চলে আসা এ মামলার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন।

রায়ের পর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী বলেন, সত্যি কথা বলতে কী— একটু আক্ষেপ থাকল। এত পুরনো একটা কেস আশা করেছিলাম আরও ভালো একটা রায় পাব। যাই হোক যা রায় আসছে আমি মোটামুটি সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। আমার আইনজীবীর সঙ্গে আলাপ করে দেখছি কী করা যেতে পারে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সগিরা মোর্শেদের মেজ মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরী। ১৯৮৯ সালে ঘটনার সময় তার বয়স ছিল ছয় বছর।

এত বছর পর মায়ের হত্যা মামলার রায় নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট না। কারণ আসামিরাই তো ঘটনাটা চাপা দিয়ে রেখেছিল। …তার পরও যদি এই রকম একটি স্বাভারিক রায় হয়, তা হলে তো বিচারব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। একেবারেই আমরা সন্তুষ্ট না। আমরা অবশ্যই আপিল করব।

ঊষার আলো-এসএ