UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৬ বছর পর হারানো পার্স পেল নারী

usharalodesk
জুন ১৩, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কলিন ডিসটিন নামের এক নারী ৪৬ বছর আগে তার হারানো পার্স ফেরত পেয়েছেন। ১৯৭৫ সালে এক মুভি থিয়েটারে এটি হারিয়েছিলেন তিনি। পরে সম্প্রতি থিয়েটারটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় পার্সটি পাওয়া যায়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, টম স্টিভেনস নামের একজন কর্মী পার্সটি থিয়েটারের এক নিচু কোণায় দেখতে পান। এটির ভেতরে একটি কনসার্ট টিকেট ও একটি ড্রাইভিং লাইসেন্স মেলে। পাওয়ার সময় কোনও টাকা ছিল না পার্সটিতে। তিনি পরে এগুলোর ছবি তুলে থিয়েটারটির ফেসবুক পেজে পোস্ট করে মালিককে খোঁজার চেষ্টা চালান।

পার্সের মালিক কলিন বলেন, তিনি অনলাইনে প্রচুর লোকের কাছ হতেই শুনেছিলেন ও সোশ্যাল মিডিয়ার পোস্টটি সম্পর্কে একটি কল পেয়েছিলেন। তিনি পোস্টের কয়েক ঘন্টা পরে জানান, ওই পার্সটি তার ছিল। তিনি ১৯৭৫ সালে অথাৎ প্রায় ৪৬ বছর আগে এটি হারিয়েছিলেন।

(ঊষার আলো-এফএসপি)