UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪ জন উপদেষ্টা নিয়োগের দাবি উত্তরবঙ্গ থেকে

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৪ জন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে উত্তরবঙ্গ সাধারণ ছাত্রজনতা। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ দাবি তুলে ধরেন।

তিন দফা দাবি তুলে ধরে তিনি জানান, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হলেও অবহেলিত হচ্ছে উত্তরের জনপদ। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন।

সমাবেশে সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আগামীকাল (মঙ্গলবার) অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে ২৪ বিপ্লবের মাস্টারমাইন্ড আখতার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে।’

স্বৈরাচার সরকারের মতো বর্তমানেও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহম্মদ রাজিবুজ্জামান হৃদয়।