নাইম মোল্লা নামে (১২) এক কিশোর নগরীর দারোগা পাড়া থেকে হারিয়ে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে বাসার কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। বাসার আশেপাশে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখোজি করেও কোন সন্ধান না পেয়ে ২৭ তারিখ খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাইমের বাবা নাজিম মোল্লা। নাবালক সন্তান বড় ধরনের কোন দূর্ঘটনার শিকার বা বিপদে না পড়ে সে চিন্তায় অস্থির হয়ে আছেন বাবা মা।
নাজিম মোল্লা জানান, তার ছেলে দারোগাপাড়া জাহান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। আকষ্মিকভাবে ছেলেকে হারিয়ে তারা পাগলপ্রায় হয়ে সম্ভাব্য সব স্থানে খুুঁজেও সন্ধান বের করতে পারেননি।
অভিযোগের তদন্ত করছেন খুলনা থানার এসআই আব্দুল হান্নান মোল্লা। তিনি জানান, এক অন্যায় কাজে জড়িয়ে পড়ায় নাইমকে তারা বাবা শাসন করেছিল। এরপর থেকে সে নিখোঁজ। ওর বাবা লিখিত নিয়ে থানায় এসেছিল। আমি বিষয়টি তদন্ত করছি। কিন্ত সে কোন মোবাইল ব্যবহার করেনা। অথবা কারো ফোন ব্যবহার করে বাসায় যোগাযোগ করেনি। ফলে খুঁজতে বেগ পেতে হচ্ছে। নিখোজ শিশুটির সন্ধ্যান পেলে (নাজিম মোল্লা ০১৯০৭০০৯১৭৫, হান্নান মোল্লা ০১৭১৮৮২৮১৮৫) উক্ত মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঊআ-বিএস