UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক

usharalodesk
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যমুনা নদীতে কুয়াশা কমে যাওয়ায় রোববার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল চালু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো পার করা হচ্ছে।

সকাল পৌনে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক(বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাট মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষমাণ ছিল। তবে ফেরি চালুর পর থেকে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

ঊষার আলো-এসএ