UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির অনুপ্রেরণা ও শক্তির উৎস

koushikkln
মার্চ ৮, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুরে আলোচনা সভায় সিটি মেয়র

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির অনুপ্রেরণা ও শক্তির উৎস। ১৯৭১ সালে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যদিয়ে গোটা জাতি নিজেদের অধিকার প্রতিষ্ঠায় পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলো। ২৫ মার্চ বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণায় তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালি নিরস্ত্র অবস্থায় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলো। বঙ্গবন্ধুর প্রতি বাঙালির অকৃত্রিম ভালোবাসার ফলে তাঁর নির্দেশে মাত্র ৯ মাসে ৩০ লক্ষ শহীদ আর আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। আজ সেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন ভাবে বিকৃত ইতিহাস রচনায় একশ্রেণির ষড়যন্ত্রকারীরা লিপ্ত হয়েছে। তিনি আগামী প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস। সেই ইতিহাস আজ আমাদের ঐতিহ্য হয়ে দাড়িয়েছে। কারণ বাঙালি বীরের জাতি হিসেবে সারা বিশে^ পরিচিতি লাভ করেছে। শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুর বীরোচিত নেতৃত্বের কারণে। তাই সঠিক ইতিহাস জেনে বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে দাড় করাতে সকলেই ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (০৮মার্চ) বাদ মাগরিব দৌলতপুর থানা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা খাতুন, আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ হোসেন মিনা, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান জিবলু, আসিফুর রশীদ, আবদুর রউফ মোড়ল, মফিজুর রহমান হিরু, মাকসুদ হাসান পিকু, আবু জাফর, হারুনু অর রশীদ, শেখ অহিদুজ্জামান, জাফর ইকবাল মিলন, রানা পারভেজ সোহেল, বাচ্চু মোড়ল, জামিরুল বন্দ, মেহেদী মোড়ল, ফারহানা পারভেজ নিপু, বিউটি ইসলাম, মাহাফুজা সাহাবুদ্দিন, বিনু ইসলাম, রুহুল আমিন, নিশাত ফেরদাউস অনি, আবু তালেব বন্দ, সুমন দাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।