UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৫জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণে খুলনা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের দায়েরকৃত গায়েবী অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসামুলক প্রহসনের মামলায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। বিবোধী দল-মত দমন-নিপীড়নে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহারের নির্লজ্জ হস্তক্ষেপে বিশ^রেকর্ড করেছে বলে দাবি খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। আইনের শাসন লঙ্ঘন করে নির্বিকারে কারাগারে নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকার সীমাহীন লুটপাটে বাংলাদেশ আজ দেউলিয়াত্ব অবস্থা। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করে পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা ব্যর্থ ফ্যাসিষ্ট সরকারের হাতে দেশের সার্বিক সার্বভৌমত্ব হারাতে বসেছে। জনগনের সামনে তথ্যভিত্তিক এসব চিত্র তুলে ধরায় বিএনপির প্রথম সারির নেতাদের পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতে প্রহসনের রায়ে নির্বিকারে সাজা ঘোষণা করে বাংলাদেশে এক ঘৃণ্য বর্বরোচিত ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। এতে শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্। সর্বকালের ঘৃণ্য বর্বরোচিত ইতিহাসের মাফিয়া রানী হিসেবে শেখ হাসিনার নাম চিরদিন স্মরণ রাখবে বাংলাদেশ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।