UsharAlo logo
মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

koushikkln
মে ৩, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্য মহির শেখ (৬৫) মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে মহির স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মহির পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বর অজিত মজুমদার জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫) মঙ্গলবার সকালে ঢালীরখন্ড ঈদগাহে নামাজ পড়েন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানী কাঠ নিয়ে বাড়ীতে ফিরছিলেন তিনি। ফেরার পথেই বজ্রপাতের শিকার হন মহির। পরে স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেবানন্দ মজুমদার বলেন, “হাসপাতালে আনার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।” এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, “বজ্রপাতে নিহত মহির পরিবারকে সরকারী সহায়তা প্রদাণের ব্যবস্থা নেয়া হচ্ছে।” এদিকে ঈদের নামাজের আগ মুহুর্ত পর্যন্ত মোংলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ মেঘে ঢেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঈদ আনন্দ ফিকে হয়ে পড়েছে এখানকার মানুষের কাছে।