UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াসা কর্তৃক পানির দাম বৃদ্ধিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর ক্ষোভ

koushikkln
জুলাই ১৯, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমরা বৃহত্তর খুলনাবাসীর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিমের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় শুরুতে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

সভায় বক্তারা ওয়াসা কর্তৃক পানির দাম ২৯% বৃদ্ধির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করা এবং পানির অস্বাভাবিক দাম বৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি করা হয়। ওয়াসা সেবার মান বৃদ্ধি না করে গ্রাহকদের মতামত ছাড়া পানির দাম বৃদ্ধি অযৌক্তিক। পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে খুলনার মানুষদের সাথে নিয়ে জোর আন্দোলন শুরু করা হবে। এছাড়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদুল হক আজাদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক  রোটাঃ সরদার আবু তাহের-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, রকিব ফারাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, আজাদুল হক আজাদ, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, রেজাউল হাসান প্রমুখ।