UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নাগরিক ঐক্যের

koushikkln
অক্টোবর ১৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নাগরিক ঐক্য নেতৃবৃন্দ বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে আগামী দিনের তিন’শ আসনের নির্বাচন কেমন হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করাই এখন জাতীয় দাবি।

নেতৃবৃন্দ ডিজেল, সয়াবিন, ডাল ও চালের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি করেছেন। একই সাথে বাজার দর নিয়ন্ত্রণ করতে সব পরিবারে টিসিবি’র পণ্য যাতে কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারকে অবশ্যই ভর্তুকী দিতে হবে।

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে পিকচার প্যালেস এলাকায় দলের সদর থানা থাকার এক কর্মী সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যর নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোহাম্মদ জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, দৈনিক বাংলার খবরের সম্পাদক জামাল ইউ আহম্মেদ, আব্দুর রহমান মোল্লা, আব্দুস সালাম মন্টু, এস এম সেলিম রেজা বকুল, কাজী আলমগীর হোসেন প্রমূখ। সভায় ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান মোল্লা, ক্যাবের স্থানীয় প্রতিনিধি আব্দুস সালাম মন্টু ও মোটর মেকানিক চালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আইনুল হক নাগরিক ঐক্যে যোগদান করেন। সভার অপর এক সিদ্ধান্তে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সদর থানা শাখার বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।