UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা উন্নয়ন পরিষদের নতুন কমিটি ঘোষণা

ঊষার আলো
মে ২, ২০২১ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল ইসহাক চেয়ারম্যান, মির্জা নুরুজ্জামান মহাসচিব

ঊষার আলো ডেস্ক : খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর ২০২০-২১ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ মে) সকালে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান তরুণ সমাজসেবক ও সংগঠক এস এম সোহেল ইসহাককে চেয়ারম্যান ও সরকারী এম এ মজিদ কলেজের অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামানকে মহাসচিব নির্বাচিত করা হয়।
কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাহবুব আলম, খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, রয়্যাল ট্রান্সপোর্ট এন্ড কুরিয়ার সার্ভিসেস এর সিইও মো: শফিকুল আলম বিপ্লব, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. চয়ন বিশ্বাস, যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন আতাউর রহমান সিকদার রাজু, শামসুন্নাহার শিমুল, ইঞ্জি: মিজানুর রহমান, জি এম শহিদুল ইসলাম, শারমিন সুলতানা রুনা, ট্রেজারার মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. অনল রায়, সাইফুর রহমান সুজন, এস এম মিশকাতুল ইসলাম, মো. জয়নাল ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াফেজ ইসতিহাদ দীপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাপ্পী দাস, সমাজসেবা সম্পাদক কাজী আইনুল মুন, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন পাল, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক ইঞ্জি: সাব্বির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তানজিমা জেসমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ তানভীর বারী হামিম, সম্মানীত সদস্য ড. সৈয়দ হাফিজুর রহমান, আজিজুল হাসান দুলু, শেখ সাদিকুর রশিদ অভি, তাওহিদুল ইসলাম সোহাগ, মোঃ হাসিবুর রহমান ইমন। রোববার (২ মে ) থেকে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

(ঊষার আলো-এমএনএস)