UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বোমা বিস্ফোরণে আহত ৩

ঊষার আলো
মার্চ ৪, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৩ মার্চ) রাত ৯টায় সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনার গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু (৪০), মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা (৩৮) ও মো. আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর (৩৫)।

খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত তিন জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান,আহতরা জুয়েলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।

ঊষার আলো-এসএ