ঊষার আলো প্রতিবেদক : গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।
সোমবার(৮মার্চ কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বটিয়াঘাটা রাঙ্গেমারি আমতলা এলাকার মৃত সহোর আলী হাওলাদারের পুত্র মোঃ মনতেজ আলী হাওলাদার(৪০), সোনাডাঙ্গা সরকারি জয়বাংলা কলেজ এলাকার মৃত ছাইদুর রহমানের পুত্র আবু এসকেন্দার মির্জা(৪৪), লবনচরা দক্ষিন মোহম্মদ নগর সুইচ গেট এলাকার এসমাইল শেখের পুত্র মোঃ মানিক শেখ(২৫) এবং বটিয়াঘাটা জলমা ইউনিয়ন তেতুলতলা এলাকার আঃ খালেক বিশ্বাসের পুত্র মোঃ সাইদুল বিশ্বাস(২৬)।
(ঊষার আলো-আরএম)