UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

usharalodesk
মে ৩, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে বোরো ধান সংগ্রহ-২০২১ এর কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত বুধবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় ঢাকা বিভাগের নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা, রংপুর বিভাগের দিনাজপুর জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ এবং বগুড়া জেলা ও সিলেট বিভাগের সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এই ৯টি জেলার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারাসহ মিল মালিক ও কৃষক প্রতিনিধিরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে ধান সংগ্রহের নির্দেশ দেন মন্ত্রী। গুদামে ধান দেওয়ার সময় কৃষকদের যাতে কোনও প্রকারের হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি আরও বলেন ধান ও চালের কোয়ালিটির সাথে কোনও আপস করা হবে না।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকদের কাছ হতে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ হতে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।

(ঊষার আলো-এফএসপি)