UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি

ঊষার আলো
মার্চ ১২, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

রোববার(১২ মার্চ) সকালে গুলশানের একটি বাড়িতে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল সাড়ে ১০ টার দিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের প্রতিনিধির সঙ্গে গুলশানের একটি বাড়িতে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ঊষার আলো-এসএ