UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

usharalodesk
মার্চ ১৭, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন, সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকেই দিনব্যাপী নানা কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।

তিনি বলেন, বিভিন্ন কারণে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ দেশ ও দেশের মানুষের স্বাধীনতার জন্য ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ২৬ মার্চ স্বাধীনতার মধ্য দিয়ে লাল-সবুজের পতাকার বাংলাদেশ নামক রাষ্ট্রের সূচনা হয়। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার রেখে যাওয়া সোনার বাংলাদেশ গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। যার সুফল বাংলাদেশের জনগণ সর্বক্ষেত্রে ভোগ করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহী মুনতাসির মেহেরান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম,এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, সাব-রেজিস্টার মো: মাহমুদ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় নানা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, অরবিন্দ প্রসাদ সাহা ও বোরহান উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আলী শেখ, শেখ রাজামিয়া, মোল্লা জিয়াউর রহমান, শেখ তবিবুর রহমান, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, এস এম নাজমুল ইসলাম, জিল্লুর রহমান নান্নু, হাবিবুল্লাহ পান্নু, শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।