UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউব মিউজিকে যুক্ত হলো অটো ডাউনলোডের সুবিধা

usharalodesk
মার্চ ২০, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউটিউব মিউজিক নতুন একটি ফিচার চালু করেছে। এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো গান চালু করলেই অটো ডাউনলোড হবে। আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড ভার্সনেই পাওয়া যাবে। নাইনটুফাইভ গুগল সম্প্রতি তথ্যটি নিশ্চিত করেছে।

নাইনটুফাইভ গুগল ও টিওআই-গ্যাজেট এর সদস্যরাও নতুন ফিচারটি ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে নতুন এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপসনকারীরাই পাবেন।

জানা গেছে, নতুন ফিচারটিতে অটোমেটিকভাবেই সর্বশেষ ২০০টি চালু হওয়া গান ডাউনলোড হয়ে যাবে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ডাউনলোড হওয়ার গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরবর্তীতে আর দেখা যায় না।

ইউটিউব মিউজিক যে নতুন এই ফিচারটি নিয়ে আসবে, তার আভাস ফেব্রুয়ারিতেই দিয়েছিল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করলেও ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঊষার আলো-এসএ