UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দাকোপে ৪ দিনব্যাপী বাসন্তী দেবীর অর্চনা শুরু

ঊষার আলো
মার্চ ২৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

দাকোপ প্রতিনিধি : খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন এ চুনকুড়ি পশরধার সার্বজনীন শ্রী-শ্রী বাসন্তী মন্দির কমিটির আয়োজনে ৪ দিনব্যাপী জগৎ জননী, জগৎ ধারিনি, জগৎ পালিনি বাসন্তী দেবীর অর্চনার ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) শ্রী-শ্রী বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ, স্হাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

আগামীকাল বুধবার (২৯ মার্চ) মহা অষ্টমীর সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ভাগবত আলোচনা অনুিষ্ঠত হবে। ভাগবত আলোচনা করবেন বাগেরহাট থেকে আগত এসআই ভাষ্কর চন্দ্র দে (দীক্ষার পরে নাম ভদ্র সেন নিমাই দাস)।

আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৮টায় দাকোপ উপজেলার পি জে এম ক্লাসিক্যাল ড্যান্স গ্রুপের পরিচালক প্রসেনজিত মিস্ত্রি (প্রসেন) এর পরিচালনায় এক মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার (৩১ মার্চ) ৮/৩১/৩৬ মধ্যে বাসন্তী দেবীর দশমী বিহীত পূজো সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং রাত ৮টায় বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে।