পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিএমএ ও যুব লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা ডাঃ আলী হাফিজ সেলিমের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত সোমবার (২৭ মার্চ) বিকালে পাইকগাছার মৌখালীস্থ নিজ বাসভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুমের ভাই আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার, শাহাজাদা ইলিয়াস, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আতিয়ার মোল্যা, শিক্ষক এসএম নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আফসার উদ্দীন ফিরোজী।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ডাঃ আলী হাফিজ সেলিম ছিলেন উপজেলার মৌখালী গ্রামের শিক্ষানুরাগী প্রয়াত রুহুল আমিন মোল্যা’র ছেলে। সেলিমরা ছিলেন ৫ ভাই ও ২ বোন। বোন রওশন রহমান ইভা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অথনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের সহধর্মীনি। ডাঃ আলী হাফিজ ব্যক্তিগত ভাবে বিএমএ কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৮০ সালের ১৮ মার্চ লিবিয়ার বেনগাজী শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবলিত হন। এদিন তার স্ত্রী সন্তান মারা যান এবং ২৭ মার্চ মৃত্যুবরণ করেন ডাঃ আলী হাফিজ।