UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি

usharalodesk
মার্চ ২৯, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে হক মার্কেটের মাইশা মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক রবিউল হক জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। এরপর ১২টার দিকে লোকজন বাসায় গিয়ে দোকানে আগুন লেগেছে বলে খবর দেয়। তাৎক্ষণিকভাবে বাসা থেকে ছুটে এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই।

ব্যবসায়ী রবিউল হক জানান, আগুন সবখানে ছড়িয়ে পড়তে না পারলেও আগুনে নগদ অর্থ ও অন্যান্য মালামালসহ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ বিষয়ে দোকান মালিকসহ মার্কেটের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে আগুন লাগার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।