UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় এমপি বাবু’র টি-শার্ট প্রদান

usharalodesk
মার্চ ৩০, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার মঠবাটী মহানামযজ্ঞের স্বেচ্ছাসেবকদের মাঝে এমপি আক্তারুজ্জামান বাবু’র পক্ষ থেকে টি-শার্ট প্রদান করা হয়েছে। শ্রী-শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মঠবাটীতে ৩ দিনব্যাপী ১১০তম কেন্দ্রীয় সার্বজনীন মহানামযজ্ঞের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে যজ্ঞ কমিটির নিকট এমপি বাবু’র পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের জন্য ২শ’ টি-শার্ট প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা নির্মল চন্দ্র অধিকারী, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, অশোক কুমার ঘোষ, সন্তোষ কুমার সরদার, দীনেশ রায়, জগন্নাথ দেবনাথ, কে ডি বাবু, শেখ জুলি, খুকুমনি, বিবেকানন্দ ধর, ডাঃ তপন কুমার রায়, দীপংকর মন্ডল, আল ইদ্রিস, মোস্তফা মোল্লা, রায়হান পারভেজ রনি, ইয়াসমিন রেজা নিপু, রোকনুজ্জামান, সরজিৎ রায়, ইছহাক আলী ও রহিম সরদার।