খবর বিজ্ঞপ্তি : বিএনপির পুর্ব নির্ধারিত শান্তিপূর্ণ অবস্থান কর্মূুচিতে পুলিশ লাঠিচার্জ, রবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের আহত করেছে ও কয়েকজনকে আটক করেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরি বলেছেন, নগরীর কেডি ঘোষ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শনিবার বেলা ২টা থেকে ২ ঘণ্টাব্যাপী পুলিশ মারমুখি আচরন করে। পুলিশের তান্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকারপাট বন্ধ করে দেয়।
বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় অবস্থান কর্মসুচি পালনের কথা ছিল। কিন্তু বেলা ১১টা থেকে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ উপস্থিত হতে থাকে। বেলা ২টার দিকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করলে পুলিশ হঠাৎ করে লাঠিপেটা, টিয়ার সেল ও রবার বুলেট নিক্ষেপ শুরু করে। টিয়ারশেল ও রাবার বুলেটে ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোহাম্মদ কবির শেখ, রুবেল মীর, বাহাদুর মুন্সী, শাহিন মোল্লা, তামিম মোল্লা, সাজু হাওলাদার, মনিরুজ্জামান নয়ন হাওলাদার, ইয়াসিন, ফিরোজ মাহমুদ, ইসমাইল হোসেন, ইবাদুল হক রুবায়েত, ইস্তিয়াক আহমেদ ইস্তিসহ ১৫/২০ গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশ ৫ জনকে আটক করেছে।
তিনি বলেন, শনিবারের কর্মসূচির আগে গত ২৪ ঘন্টায় ১৬ নেতা-কর্মীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
ভাইস চেয়ারম্যান আরো বলেন, সরকার লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বিদেশে হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে। দফায়-দফায় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্য বৃদ্ধি করেছে। বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা এ সরকারের নেই। সরকারের অপকর্মের কথা বললে কথিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
সাংবাদিকরা সত্য কথা লিখতে পারে না। সরকারের দুর্নিতীর কথা প্রকাশ করায় সম্প্রতি প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে। যাতে জাতিসংঘসহ আর্ন্তজাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
তিনি খুলনার অতিউৎসাহী পুলিশ সদস্যদের তান্ডবের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সাংবিধানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসুচি পালনের অধিকার আছে। কিন্তু পবিত্র রমযান মাসে রোজাদার বিএনপি নেতাকর্মীদের ওপর নারকীয় তান্ডব কোনভাবেই মেনে নেয়া যায় না। দমন-নিপিড়ন করে যেমন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। ঠিক তেমন অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।
এসময় জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে এসেছে বুঝতে পেরে তারা বন্দুকের নলের জোরে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, পুলিশের তান্ডবের ঘটনায় শীঘ্রই কর্মসুচি দেয়া হবে। কোনো কর্মসূচি এলেই পুলিশ সদস্যরা তা পণ্ড করতে মরিয়া হয়ে ওঠে। কর্মসূচির আগে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়। কর্মসূচির সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের নিন্দা জানানোর কোন ভাষা নেই।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।