তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের এমপি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নসহ আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের পরিণত করতে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা সহ নতুন নতুন ভবন, বাণিজ্যিক কেন্দ্র, অফিস স্কুল-কলেজ সকল ক্ষেত্রে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে এবং তার সুফল জনগণ এখন ভোগ করছে। ফলে দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে বিশ্ব মানচিত্রে সুনামের সাথে স্থান করে নিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর দুইটার সময় কোলা বাজার থেকে এগারআমতলা সালাম মূর্শেদী সড়ক উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন ও শেখ তবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আলী শেখ, শেখ রাজা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, মোল্লা জিয়াউর রহমান, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,কামাল কাজী,মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, কৃষকলীগের সভাপতি এস এম নাজমুল ইসলাম, হাবিবুল্লাহ পান্নু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ আনিচুল হক, সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমন, ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মোঃ কায়নাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, যে এদিন তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং মুক্তিযোদ্ধা, সুধীজন ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।